সংকল্প সহায়তার

সংকল্প সহায়তার


সকল অসহায়দের পাশে সহায়তার আহ্বান....

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ পেল ১০২৭ ভোট, মিয়ানমার ৪৭


মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যার বিষয়টি রাশিয়ায় চলমান ১৩৭তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে ইমারজেন্সি বিষয় হিসেবে গৃহীত হয়েছে।রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান আইপিইউ সম্মেলনের সাধারণ সভায় বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ পেয়েছে ১০২৭ ভোট আর বিরোধিতা করে মিয়ানমার পেয়েছে মাত্র ৪৭ ভোট।
বুধবার জাতীয় সংসদের গণসংযোগ থেকে পাঠানো এক বিবরণীতে এমন তথ্য জানানো হয়।মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ববাসীর জনমতের প্রতিফলন আইপিইউ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় আসা।
জানা গেছে, সারাবিশ্বের ১৭৩টি দেশের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ সংসদীয় ফোরাম হচ্ছে এই সংস্থাটি।আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ায় আন্তর্জাতিক মহলে এর গুরুত্ব বেড়ে গেছে। আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের চাইতেও পুরনো আইপিইউ।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া রাখাইনে জাতিগত নিধনের নির্মমতার চিত্র রাশিয়ার প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। এসময় রাশিয়ার ডেপুটি স্পিকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে মানবিক সাহায্য সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করেন।
এদিকে, বুধবার সমাপ্ত হতে যাওয়া আইপিইউ সম্মেলনে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। বাংলাদেশ সংসদীয় দলের সঙ্গে রাশিয়ার সংসদীয় দলের এক দ্বি-পাক্ষিক সভাতেও নেতৃত্ব দেন ফজলে রাব্বি।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ এমপিসহ অন্য সাংসদরা। রাশিয়া সংসদীয় দলের পক্ষে নেতৃত্ব দেন রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের ডেপুটি স্পিকার ইলিয়াস উমা খান।

No comments

Theme images by tjasam. Powered by Blogger.